• আজ মঙ্গলবার
    • ১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১লা সফর ১৪৪৭ হিজরি

    আফগান শরণার্থীদের সীমান্ত দিয়ে ফেরত পাঠাচ্ছে ইরান

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ নভেম্বর ২০২১ | ৮:০৬ অপরাহ্ণ

    হাজারো আফগান শরণার্থীকে সীমান্ত দিয়ে ফেরত পাঠাচ্ছে ইরান। ত্রাণ সংস্থা ও প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, শরণার্থীদের সঙ্গে ইরানি কর্তৃপক্ষ দুর্ব্যবহার করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

    আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ২০২১ সালে এখন পর্যন্ত দশ লাখের বেশি আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে ইরান। এর মধ্যে অক্টোবরের শেষ সপ্তাহেই পাঠানো হয়েছে ২৮ হাজারের বেশি শরণার্থীকে।

    আজ বৃহস্পতিবার আইওএম মহাপরিচালক অ্যান্তোনিও ভিটোরিনো এক বিবৃতিতে বলেছেন, ফেরত পাঠানো বেশিরভাগ আফগানের পরিস্থিতি খারাপ, তাদের স্বাস্থ্য, চিকিৎসা ও বিশ্রাম প্রয়োজন।

    আগস্টের মাঝামাঝিতে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিলে লাখো আফগান সীমান্ত অতিক্রম করে। তালেবান শাসনে আন্তর্জাতিক ত্রাণ সহযোগিতা বন্ধ ও খরার কারণে আফগানিস্তানে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।

    নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) জানিয়েছে, তালেবান ক্ষমতা দখলের পর প্রতিদিন অন্তত চার থেকে পাঁচ হাজার আফগান প্রতিদিন ইরানে প্রবেশ করেছে। শীতে আরও কয়েক লাখ আফগান সীমান্ত পাড়ি দিতে পারে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১