- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ নভেম্বর ২০২১ | ৮:৪১ অপরাহ্ণ
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলাধীন ৬নং সেতু এলাকায় ট্যাংকলরি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুতফর রহমান বলেন, ‘একটি মোটরসাইকেলে চার জন আরোহী যাচ্ছিলেন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৬নং সেতু এলাকায় যমুনা পরিবহনের একটি গ্যাসবাহী ট্যাংকলরির সঙ্গে মোটরসাইকেলটির সামনা-সামনি সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেলটি লরির নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।’