• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    আগামীকাল ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ নভেম্বর ২০২১ | ১১:৩৮ অপরাহ্ণ

    অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ খানিকটা অনুযোগের সুরেই বলছেন, বিশ্বকাপ শুরুর আগে তাদেরকে কেউ গুরুত্ব দিয়ে দেখেনি। কিন্তু বাস্তবতা কী তার অভিযোগের বাইরে? বিশ্বকাপের আগে যে দলটি টানা ৫টি টি-টোয়েন্টি সিরিজে হেরেছে, এমনকি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের কাছেও হেরে গেছে, তাদেরকে নিয়ে খুব বেশি আশাবাদী কে’ই বা হতে পেরেছিল?

    অথচ বাস্তবতা হচ্ছে, সেই অস্ট্রেলিয়াই আজ ফাইনালে। শিরোপা লড়াইয়ে আগামীকাল তারা মাঠে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এই একটি শিরোপাই কেবল জেতা বাকি রয়েছে অসিদের। নিউজিল্যান্ডকে হারাতে পারলেই সেই আক্ষেপ ঘুচে যাবে তাদের।

    ফাইনালে খেলতে নামার আগের দিন অসি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ সংবাদ সম্মেলন বলেন, ‘ছেলেরা তেতে রয়েছে এবং ফাইনালের খেলার অপেক্ষায় আছি সবাই। আমার মনে হয়, নিউজিল্যান্ডের বিপক্ষে একটি দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। কারণ ওরা অসাধারণ একটি দল।’

    বিশ্বকাপের আগে খুব গুরুত্ব না দেয়া দলটিই এখন শিরোপা লড়াইয়ের ময়দানে। আন্ডারডগ হিসেবে খেলতে এসে সুপার টুয়েলভে লড়াই করেই সেমিতে উঠেছিল অসিরা। এরপর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা।

    ফাইনাল খেলতে নামার আগে অ্যারন ফিঞ্চ সংবাদ সম্মেলনে দাবি করেন, ‘বিশ্বকাপ শুরুর আগে আমাদের নিয়ে কেউ আশাই করেনি; কিন্তু আমরা আত্মবিশ্বাসী ছিলাম। আগের পরিস্থিতি যাই থাকুক, এখানে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এসেছি আমরা।’

    অস্ট্রেলিয়া অধিনায়ক একই সঙ্গে যোগ করেন, ‘অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড দুই দলের দুর্দান্ত ইতিহাস রয়েছে। আমাদের মধ্যে সম্পর্কও খুব ভাল। ফাইনালে খেলাটা রোমাঞ্চকর হবে।’

    তবে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে তাদের মনোবল খানিকটা যে ভেঙে পড়েছিল সে কথাও জানাতে ভোলেননি ফিঞ্চ। তিনি বলেন, ‘ইংল্যান্ডের কাছে হারের পর আমরা হতাশ হয়ে পড়েছিলাম। তবে কয়েক দিনের গ্যাপটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা সে সময়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম।’

    ফাইনালে টস জয় কিংবা হার নিয়ে ফিঞ্চ বলেন, ‘আইপিএল এবং বিশ্বকাপে রান তাড়া করে জয় পাওয়ারই ট্রেন্ড রয়েছে। কিন্তু ফাইনালে কী সিদ্ধান্ত নেব বা কী হবে, এসব নিয়ে বেশি তাড়াহুড়ো করতে রাজি নই।’

    ফিঞ্চ জানিয়ে দেন স্টিভ স্মিথের ফর্মে না থাকা নিয়ে তারা খুব বেশি চিন্তিত নয়। বরং তিনি বলেছেন, ‘এই টুর্নামেন্টে ম্যাচ জেতানোর জন্য আমাদের দলের প্রতিটা খেলোয়াড়ের অবদান রয়েছে। ফাইনালে যে দল সুযোগগুলি সবচেয়ে বেশি কাজে লাগাতে পারবে, তার উপর সবটা নির্ভর করবে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০