• আজ বুধবার
    • ৩১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৪ই জিলকদ ১৪৪৬ হিজরি

    বিসিবির নতুন ম্যানেজার হিসেবে থাকবে নাফিস ইকবাল

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ নভেম্বর ২০২১ | ৬:০৬ অপরাহ্ণ

    হুট করেই পদত্যাগপত্র জমা দিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান। ঠিক কেন এবং কী কারণে সাব্বির পদত্যাগপত্র জমা দিয়েছেন, সেটি খোলাসা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি আসন্ন পাকিস্তান সিরিজে ম্যানেজারের দায়িত্বে কে থাকছেন, সেটিও নিশ্চিত করেনি বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। তবে বিসিবি সূত্রে জানা গেছে, তামিম ইকবালের বড় ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন।

    আজ (মঙ্গলবার) বাংলাদেশ দলের দ্বিতীয় দিনের অনুশীলনে মাঠে এসেছেন নাফিস। অনুশীলন শুরুর আগে নাফিসকে সবাই স্বাগত জানায়।| এই সময় কোচিং স্টাফদেরও সাবেক ওপেনারের সঙ্গে কথা বলতে দেখা যায়।

    সাব্বিরের পদত্যাগপত্রের ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন, ‘সাব্বির খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।’ সাবেক এই অধিনায়ক আরও নিশ্চিত করেছিলেন, ফিল্ডিং কোচ রায়ান কুক থাকছেন না পাকিস্তান সিরিজে। বিসিবি দক্ষিণ আফ্রিকান এই কোচকে বিদায় বলে দিচ্ছে।

    আকরাম জানিয়েছিলেন, স্থানীয় ফিল্ডিং কোচ কাজ করবেন পাকিস্তান সিরিজে। সেই অনুযায়ী কুকের জায়গায় পাকিস্তান সিরিজে ফিল্ডিং কোচের ভূমিকায় দেখা যাবে স্থানীয় কোচ মিজানুর রহমান বাবুলকে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১