- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ নভেম্বর ২০২১ | ৭:৪৯ অপরাহ্ণ
বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর শনিবার সকালে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। তাদের খেলোয়াড় ও টিম ম্যানেজম্যান্টে থাকা সকলের করোনা পরীক্ষার ফলই এসেছে নেগেটিভ।
ফলে আজ (রবিবার) থেকেই অনুশীলন শুরু করতে পারতো পাকিস্তানের খেলোয়াড়রা। তবে বিশ্বকাপের ধকল ও ক্লান্তির জন্য একদিন বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের টিম ম্যানেজম্যান্ট।
অর্থাৎ সোমবার থেকে অনুশীলন শুরু করবে পাকিস্তান। সকাল সাড়ে ১০টা থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে তারা। যা চলবে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত।
চলতি সফরে আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। এরপর ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে হবে প্রথম টেস্ট। পরে ৪ ডিসেম্বর ঢাকায় হবে শেষ টেস্ট ম্যাচ।
বাংলাদেশ সফরে পাকিস্তানের টি-টোয়েন্টি দল
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রেজওয়ান, সাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামার, হাইদার আলি, হ্যারিস রউফ, হাসান আলি, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সারফারাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ ধানি, শোয়েব মালিক, উসমান কাদির।