- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ নভেম্বর ২০২১ | ২:৪২ অপরাহ্ণ
কুমিল্লার লাকসামে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরাফাত রহমান নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টায় লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ড পশ্চিমগাঁও মিয়াপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
আরাফাত লাকসাম আল আমিন ইনস্টিটিউটের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় এক ব্যক্তি জানান, আরাফাত রহমান সন্ধ্যার পর বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যায়। ব্যাডমিন্টন কোর্টে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়। কিন্তু সেখানে স্কুলছাত্রের লাশ ও স্বজনদের পাওয়া যায়নি। তবে শুনেছি, মৃত ছাত্রের গ্রামের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্মণপুর এলাকায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ ফেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’