- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ নভেম্বর ২০২১ | ১:০৭ অপরাহ্ণ
সুপ্রিম কোর্টে আগামী বছরের ছুটির ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানী আদালতে ডিসেম্বরের অবকাশকালীন ছুটি ও আগামী বছরের অবকাশকালীন ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি।
আগামী বুধবার বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সে এ ফুলকোর্ট সভা (সব বিচারপতিদের অংশগ্রহণে সভা) অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তির ভাষ্য মতে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে নিম্ন লিখিত আলোচ্য সূচির ওপর আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের নিমিত্ত আগামী বুধবার বিকেল ৪টায় ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্য সূচি হলো- বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২২ খ্রিস্টাব্দের বাৎসরিক ছুটি সম্বলিত ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানী আদালতসমূহের ২০২১ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের অবকাশকালীন ছুটি, অধস্তন দেওয়ানী আদালতসমূহের ২০২২ খ্রিস্টাব্দের অবকাশকালীন ছুটি বিষয়ক এবং বিবিধ।