• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ভাসানীর লক্ষ ছিলো শুধু মানুষের সুখ শান্তি ও সেবা: জাফরুল্লাহ চৌধুরী

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ নভেম্বর ২০২১ | ৬:৪৫ অপরাহ্ণ

    মওলানা ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে শ্রদ্ধা জানাতে এসে আজ বুধবার (১৭ নভেম্বর) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আমাদের নেতা মজলুম জননেতা আজকে আমরা তোমাকে স্মরণ করতে আসিনি। আজকে তোমার কাছে ক্ষমা চাইতে আসছি। ১৯৭২ সালে তুমি বলেছিলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। দুর্ভাগ্য ৫০ বছর পরেও আজকে মানুষ অনাহারে আছে, পুষ্টিহীনতায় ভুগছে। আজকে তুমি যুগ-স্রষ্টা। তুমি অনেক কিছু দেখতে পেয়েছো, যা আমরা দেখতে পাইনি। ক্ষমতা তোমার লক্ষ ছিলো না, তোমার লক্ষ ছিলো মানুষে সুখ শান্তি ও সেবা।’

    এসময় ভাসানীর মাজারে এসে দোয়া নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান জাফরুল্লাহ চৌধুরী।

    দুপুরে জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ ভাসানীর মাজারে পৌছেন। তারা মাজারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

    এ সময় জাফরুল্লাহ চৌধুরীর সাথে ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধানসমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য হাসনাত কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

    এর আগে সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এআরএম সোলাইমান প্রথমে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর ভাসানীর পরিবারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

    দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইসচেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খানের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পন করা হয়।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০