- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৮ নভেম্বর ২০২১ | ২:০৫ অপরাহ্ণ
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস আগের চেয়ে কিছুটা ভালো আছেন। বুধবার দিবাগত রাতে তাকে সিসিউই থেকে কেবিনে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আফরোজা আব্বাস আরও জানান, বুকের ব্যথা কমলেও কেন ব্যথা হয়েছে সেটা এখনও সুনির্দিষ্টভাবে জানাননি চিকিৎসকরা। সেজন্য বৃহস্পতিবার পুনরায় পরীক্ষা নিরীক্ষা করা হবে।
গত মঙ্গলবার রাতে বুকে প্রচণ্ড ব্যথা হওয়ার পর রাত দেড়টার দিকে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।