• আজ শনিবার
    • ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি

    মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ নভেম্বর ২০২১ | ৯:০১ অপরাহ্ণ

    মাগুরা-ফরিদপুর সড়কে ওয়াপদা মোড়ে আজ দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় আলিফ (১০) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। আলিফ মাগুরা মহম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের খলিল বিশ্বাসের ছেলে। সে শ্রীপুরের ওয়াপদা হাফেজিয়া মাদরাসার ছাত্র।

    মাগুরা হাইওয়ে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোহাম্মদ শাহ জালাল জানান, দুপুরে মাগুরা-ফরিদপুর সড়কে ওয়াপদা বাজার এলাকার রাস্তা পার হওয়ার সময় মধুখালীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    অন্যদিকে, এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক টিপু সুলতানও আহত হয়ে মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

    স্থানীয় নাসিম উদ্দিন জানান, আলিফ ওয়াপদা বাজার হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল। সে ওই এলাকায় সাফোলগাছা গ্রামে নানা বাড়িতে থেকে পড়াশোনা করত।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১