- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ নভেম্বর ২০২১ | ১০:২৫ অপরাহ্ণ
অধিনায়ক মুমিনুল, ওপেনার সাদমান, মুশফিকুর রহীম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, ইবাদত আর নাইম হাসানরা ক’দিন আগে থেকেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লাল বলে প্র্যাকটিস করছেন। শেষ মুহূর্তে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়া সাইফ হাসানও যোগ দিয়েছেন ওই বহরে।
তাদের সাথে আর কে কে টেস্ট দলে যুক্ত হবেন? ১৬ জনের টেস্ট দলে থাকছেন কারা? তা জানতে রাজ্যের কৌতূহল। মূলতঃ পাকিস্তান টেস্ট দল বাংলাদেশে চলে আসলেও যখন বাংলাদেশের টেস্ট দল ঘোষণা হয় না, তখনই কৌতুহলটা বেশি জন্ম নেয়।
আগেই জানা, তামিম ইকবাল নেই টেস্ট সিরিজে। চিকিৎসার জন্য লন্ডন আছেন তিনি। সাকিবও হয়ত সোমবার দেশে ফিরবেন। তবে বিশ্বসেরা অলরাউন্ডার চট্টগ্রাম টেস্ট খেলবেনই এমন নিশ্চয়তা মেলেনি। তার খেলা না খেলা নির্ভর করছে ফিজিও জুলিয়ান ক্যালেফাতোর রিপোর্টের ওপর। তবে ধারনা করা হচ্ছে প্রথম টেস্ট খেলতে না পারলেও হয়ত দ্বিতীয় টেস্ট খেলবেন সাকিব। তাই তার ১৬ জনের ভিতরে থাকার সম্ভাবনা খুব বেশি।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, ‘সোমবার দল দিয়ে দেবো।‘ কতজনের দল? নান্নুর জবাব, ১৬ জনের।
টেস্ট দল নিয়ে কোনরকম পরীক্ষা-নীরিক্ষার সম্ভাবনা খুব কম। টি-টোয়েন্টি সিরিজের মত কোন আনকোরা তরুণ বা একদম নতুন মুখের অন্তর্ভুক্তির সম্ভাবনাও খুব কম বলে জানা গেছে।
তবে নির্বাচকদের সাথে কথা বলে জানা গেছে তারা পেস বোলিং নিয়ে চিন্তিত। স্কোয়াডে চার পেসার ধরেই সম্ভাব্য টিম কম্বিনেশন সাজানোর চিন্তা চলছে; কিন্তু এখন অবস্থা যা, তাতে ৪ পেসার পাওয়াই কঠিন হয়ে পড়েছে।