• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    নতুন সিনেমায় জুটি হচ্ছেন তাহসান ও বাঁধন

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ নভেম্বর ২০২১ | ২:০৪ অপরাহ্ণ

    আবারও চলচ্চিত্রের খবর দিলেন আজমেরী হক বাঁধন। নতুন ছবি ‘অ্যা ব্লেসড ম্যান’। যেখানে সহশিল্পী হিসেবে পাচ্ছেন আরেক জনপ্রিয় তারকা তাহসান খানকে।

    গতকাল (২১ নভেম্বর) রাতে ফেসবুক ভিডিও বার্তায় খবরটি দেন বাঁধান। জানান, ছবির জন্য ওজনও কমাচ্ছেন।

    তিনি বলেন, ‌‘‘সাদিক মাহমুদ অনেকদিন আগে ‘দ্য লাস্ট ঠাকুর’ ছবি করেছিলেন। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা। তার দ্বিতীয় ছবি ‘অ্যা ব্লেসড ম্যান’। এর গল্পটি আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে আমার চরিত্রটি। অনেকেই বলছেন, আমার ওজন কেন কমছে? আসলে এই চরিত্রটিই এর মূল কারণ’’।

    সিনেমাটি অ্যাপল বক্সের প্রযোজনায় নির্মাণ হচ্ছে।

    অন্যদিকে, ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে বাজিমাত করে চলেছেন বাঁধন। ফরাসিদের কান উৎসব থেকে শুরু করে নানা দেশ মাতিয়ে তার এ সিনেমা এখন বাংলাদেশেও প্রশংসা কুড়াচ্ছে।

    আর সংগীতশিল্পী-অভিনেতা তাহসান মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ড’স ম্যান’ ছবিতে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাড়া ফেলছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০