- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ নভেম্বর ২০২১ | ৩:৩৮ অপরাহ্ণ
ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জিম্বাবুয়ের হারারেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ব্যাট হাতে বাংলাদেশের শুরুটাও হয়েছে দুর্দান্ত।
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১৪ ওভারে বিনা উইকেটে ৮৫ রান। মুরশিদা খাতুন ৪২ ও শারমিন আক্তার ৩৫ রানে ব্যাট করছেন। প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচে জিতলে বিশ্বকাপ খেলার পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলার বাঘিনীরা।
এর আগে টি-টোয়েন্টির চারটি বিশ্ব আসরে খেললেও কখনোই ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। নিজেদের গ্রুপ থেকে সুপার সিক্সে যাওয়াও খুব কঠিন হওয়ার কথা নয়। কারণ পাকিস্তান বাদে গ্রুপের অন্য তিন প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে।