• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    সার্বিয়ায় রকেট ইঞ্জিন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৪ নভেম্বর ২০২১ | ১:০৮ অপরাহ্ণ

    বেলগ্রেডের দক্ষিণ শহরতলির কাছে একটি রকেট তৈরির কারখানায় একের পর এক বিস্ফোরণ। মৃত অন্ততপক্ষে দুজন।

    সার্বিয়ার রাজধানীর ঠিক বাইরে এই কারখানায় মঙ্গলবার একের পর এক বিস্ফোরণ হয়, আগুন লাগে। অন্ততপক্ষে দুজন মারা গেছেন। আহত হয়েছেন ১৬ জন। যেখানে রকেটের ইঞ্জিনগুলো রাখা ছিল, সেই জায়গাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

    এই কারখানায় টার্বোজেটসহ বিভিন্ন ধরনের রকেট ইঞ্জিন তৈরি হতো বলে কর্মকর্তারা জানিয়েছেন।

    স্থানীয় দমকল বিভাগের কাছে প্রথম ফোন আসে স্থানীয় সময় দুপুর দুইটার সময়। এই কারখানাটি বেলগ্রেডের থেকে ১৩ কিলোমিটার দূরে। কারখানার রকেট জ্বালানি কেন্দ্রে প্রথম বিস্ফোরণ হয়।

    পুলিশ জানিয়েছে, যেখানে বিস্ফোরণ হয়, সেখানে প্রায় ৫০০টি রকেট ইঞ্জিন রাখা ছিল। প্রতিটির মধ্যে ৩০ কিলোগ্রাম করে বিস্ফোরক ছিল।

    দমকল বিভাগের প্রধান জানিয়েছেন, তাদের কর্মীরা আহতদের সন্ধান করছেন। পুরো এলাকা তারা ঘুরে দেখছেন। পুলিশ জানিয়েছে, উদ্ধারের কাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে।

    বিস্ফোরণের সময় ৪০ জন কর্মী ভিতরে ছিলেন বলে আরটিএস টিভি জানিয়েছে। আহতদের সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে। যেখানে ইঞ্জিনগুলো রাখা ছিল, তা পুরোপুরি ধ্বংস হয়ে গছে। সেখানে মাটিতে গভীর গর্তও হয়েছে।

    পুলিশ জানিয়েছে, আগুন ছড়ায়নি। স্থানীয় বাসিন্দারা নিরাপদে আছেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০