• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    মানবতাবিরোধী অপরাধে বিএনপির সাবেক এমপির মৃত্যুদণ্ড

    গাজীপুর টিভি ডেস্ক | ২৪ নভেম্বর ২০২১ | ৮:২৬ অপরাহ্ণ

    বগুড়া-৩ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল মোমিন তালুকদার খোকার মৃত্যুদণ্ডের আদেশের খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

    আজ বুধবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এরপর আদমদীঘি উপজেলার সান্তাহারে মিছিল ও মিস্ট বিতরণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    খোকার ছোট ভাই আদমদীঘি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মহিত তালুকদার জানান, এ বিষয়ে পরবর্তীতে বক্তব্য দেওয়া হবে।

    বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম জানান, এ মামলায় পর্যাপ্ত সাক্ষী-প্রমাণ ছিল না। এরপরও রাজনৈতিক উদ্দেশ্যে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়া হবে।

    বগুড়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি রুহুল আমিন বাবলু জানান, এ রায় যুগান্তকরী। সরকারের চেষ্টায় স্বাধীনতার ৫০ বছর পর হলেও আমরা রাজাকারমুক্ত হতে পারছি।

    জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু জানান, এই রায় জাতির প্রত্যাশা ছিল। পাপের প্রায়শ্চিত্ত হয়েছে।

    জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আল রাজি জুয়েল জানান, যুগান্তকরী এই রায়ে তিনি খুশি। দুপুরে শহরের সাতমাথায় জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।

    জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা জানান, খোকা রাজাকারের বিরুদ্ধে এই রায় স্বাধীনতার স্বপক্ষের মানুষের বিজয়। তিনি অবিলম্বে খোকাকে গ্রেফতার ও ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

    আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা জানান, খোকা রাজাকারের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা হওয়ায় মানবতার জয় হয়েছে। এ রায় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। রায় ঘোষণার পর সান্তাহার দলীয় কার্যালয় থেকে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০