- আজ শুক্রবার
- ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ নভেম্বর ২০২১ | ৫:৫৩ অপরাহ্ণ
গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরের দুই নম্বর গেট এলাকায় তারা এ কর্মসূচি পালন করে। কর্মসূচি থেকে চার ছাত্রকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে তাদের আবার ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে, গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিতে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম। এই আন্দোলনে ছাত্রফ্রন্টসহ কয়েকটি ছাত্র সংগঠন সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেয়। পরে আমরা মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে আমাদের পিটিয়ে সরিয়ে দেয়। এ সময় কয়েকজনকে আটক করে নিয়ে যায়।
পাঁচলাইশ থানার ওসি জাহেদুল কবির বলেন, ‘শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন করছিল। তাই তাদের পুলিশ সরিয়ে দিয়েছে। এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করলে পুলিশ তাদের আটক করে। পরে ছেড়ে দেওয়া হয়েছে।’