• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    পাঁচ বছর পর আবার একসঙ্গে রাজ ও আরফিন রুমি

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ নভেম্বর ২০২১ | ৭:০২ অপরাহ্ণ

    নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চলচ্চিত্র ও নাটক মানেই আরফিন রুমির গান অবধারিত। তাই নয়, এই নির্মাতার সিনেমাতেও অভিনয় করেছেন রুমি।

    তবে সেই ধারাবাহিকতা থমকে যায় বছর পাঁচেক আগে; অস্পষ্ট কারণে। আশার কথা, ফের এক হলেন তারা। পাঁচ বছর পর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের জন্য গান বাঁধলেন আরফিন রুমি।

    জাহিদ আকবরের কথায় ‘তোমায় হারিয়ে ফেলেছি’ শিরোনামের এই গানটি গাওয়ার পাশাপাশি সুর-সংগীত করেছেন রুমি নিজেই। আর এটি স্থান পাচ্ছে রাজের নতুন নাটক ‘মায়ায় থেকো’তে।

    আরফিন রুমিকে দিয়ে আবারও গান করানো প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘রুমির গায়কী সবারই পছন্দ। তার সুরেও একটা মায়া থাকে। আমরা একসঙ্গে অনেক গান করেছি। যার বেশিরভাগই হিট। মাঝে খানিক বিরতি নিয়ে আবারও গান করলাম। আশাকরি, সবশ্রেণির শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে গানটি।’

    রাজ জানান, আগামী সপ্তাহে এই গানটি প্রকাশ হবে সিনেমাওয়ালা মিউজিক নামের ইউটিউব চ্যানেলে।

    ‘মায়ায় থেকো’ লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন মনিরা মিঠু, মুশফিক আর. ফারহান ও সারিকা সাবরিন। সম্প্রতি এর শুটিং হয়েছে সিলেটের বিয়ানীবাজারে।

    নাটকটি প্রযোজনা করেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রতিষ্ঠান সিনেমাওয়ালা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১