• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    চট্টগ্রামে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে ২৬ ইউনিয়ন পরিষদ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ নভেম্বর ২০২১ | ১১:৫৮ পূর্বাহ্ণ

    চট্টগ্রামের হাটহাজারী ও রাঙ্গুনিয়া উপজেলার ২৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নির্বাচনে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। দুই উপজেলায় নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি মাঠে রয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও।

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের নির্বাচনে হাটহাজারীর ১৩টি এবং রাঙ্গুনিয়ার ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে রাঙ্গুনিয়ার আট ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলাটির তিন ইউপি মেম্বার এবং এক সংরক্ষিত নারী মেম্বারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আবার হাটহাজারীর দুই ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া রাউজানের ১৪ ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার এবং নারী মেম্বার সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় উপজেলাটিতে কোনো প্রকারের নির্বাচন হচ্ছে না।

    রাঙ্গুনিয়ার বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকে লাইন ধরে ভোট দিচ্ছেন নারী-পুরুষ। কয়েকটি কেন্দ্রে ভোটারদের লম্বা লাইনও দেখা গেছে। প্রত্যেক কেন্দ্র থেকে অল্প দূরত্বে প্রার্থীর পক্ষের সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়। সেখানে থেকে তারা ভোটারদের পক্ষ নিতে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

    রাজানগর ইউনিয়নের রাজাভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন হারুনুর রশিদ। তিনি  বলেন, চেয়ারম্যানের ভোট জরুরি না। মেম্বারের ভোট দেওয়ার জন্য কেন্দ্রে এসেছি। আমার পরিচিত এক প্রার্থী রয়েছেন। তাকে ভোট দিতে হবে।

    রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম বলেন, প্রত্যেক কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সতর্ক অবস্থানে আছে। এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

    চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, তিন উপজেলার ৪০ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। এর মধ্যে রাউজানের ১৪ ইউনিয়নে সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় উপজেলাটিতে নির্বাচন হচ্ছে না। এছাড়া হাটহাজারী এবং রাঙ্গুনিয়ার ১০ চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোতে নির্বাচন চলছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০