- আজ বুধবার
- ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ নভেম্বর ২০২১ | ১২:৫৬ অপরাহ্ণ
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশ হবে।
এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশের জন্য এরই মধ্যে দলীয় কার্যালয়ের সামনে সড়কে ট্রাকের অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে।
মঞ্চ তৈরি কার্যক্রম তদারকি করছেন- বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ এবং ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী।
এর আগে গতকাল রাতেই ঢাকা মহানগরের দুই শাখার শীর্ষ নেতারা মঞ্চ নির্মাণের জন্য যাবতীয় নির্দেশনা দেন।
আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে দুপুরে নয়াপল্টনে সমাবেশ হবে। সমাবেশের জন্য ট্রাকে অস্থায়ী মঞ্চ নির্মাণ চলছে। কিছুক্ষণের মধ্যে শেষ হবে নির্মাণ কাজ। এরপর দুপুর ১টায় এই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |