- আজ শুক্রবার
- ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ ডিসেম্বর ২০২১ | ৩:০০ অপরাহ্ণ
ফরিদপুরের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের বটতলা নামক স্থানে একটি বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও ভাঙা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় বাসের চালক নিহত হয়। আহত হয় বাসের ১০ যাত্রী।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সোহানুর রহমান জানান, বাস যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, বাসের চালক ঢাকা থেকে বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিল। চালককে বাসের যাত্রীরা বারবার নিষেধ করলেও তাদের কথা চালক শোনেনি। তার কারণেই বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে।