- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ ডিসেম্বর ২০২১ | ২:২০ অপরাহ্ণ
নিজের জন্মস্থান মুম্বাইয়ে টেস্ট খেলছেন আজাজ প্যাটেল। টেস্টের প্রথম দিন ভারতের যে চারটি উইকেটের পতন ঘটেছিল তার সবকটি নিয়েছিলেন তিনি। এরপর আজ দ্বিতীয় দিনে তুলে নিলেন ভারতের বাকি ছয়টি উইকেটও। জিম লেকার ও অনিল কুম্বলের পর তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।
ভারত অলআউট হয়েছে ৩২৫ রানে। ৪৭ দশমিক ৫ ওভারে ১১৯ রান দিয়ে ১০ উইকেট নিয়েছে আজাজ। ভারতের পক্ষে একাই ১৫০ রান করেছেন মায়াঙ্ক আগারওয়াল। অক্ষর প্যাটেল করেছেন ৫২। শুভমান গিলের ব্যাট থেকে এসেছে ৪৪ রান।
আজাজের বলে শূন্য রানে আউট হয়েছেন ভারত দলপতি বিরাট কোহলি, চেতশ্বর পুজারা ও রবিচন্দ্রন অশ্বিন। ভারতের ইনিংস শেষ হওয়ার পর ব্যাট করতে নেমেছে নিউজিল্যান্ড। প্রতিবেদন লেখার সময় তাদের স্কোর বিনা উইকেটে ৬ রান। উইল ইয়ং ৪ ও টম লাথাম ২ রানে ব্যাট করছেন। দুদলের মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়।