• আজ বুধবার
    • ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ভেঙে ফেলা হচ্ছে মেয়র আব্বাসের অবৈধভাবে নির্মিত ২ মার্কেট

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ ডিসেম্বর ২০২১ | ২:৩২ অপরাহ্ণ

    সরকারি খালের ওপর অবৈধভাবে নির্মিত রাজশাহীর কাটাখালী পৌরসভার গ্রেফতার হওয়া মেয়র আব্বাস আলীর দু’টি মার্কেট ভেঙে ফেলা হচ্ছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল থেকে পবা উপজেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত মার্কেট দু’টি উচ্ছেদের অভিযান শুরু করে।

    কাটাখালী থানা পুলিশের সহায়তায় চলা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন। তিনি বলেন, ‘আমরা আজকেই মার্কেটের মূল কাঠামো ভেঙে ফেলব। বাকি যেটুকু থাকবে তা কালকের মধ্যেই শ্রমিক দিয়ে অপসারণ করা হবে।’

    প্রত্যক্ষদর্শীরা জানান, আব্বাস আলী কাটাখালী বাজারে রাজশাহী-ঢাকা মহাসড়কের দুই পাশে এ দুটি মার্কেট নির্মাণের কাজ শুরু করেছিলেন। ড্রেজার এবং শ্রমিক দিয়ে সকালে নির্মাণাধীন মার্কেট দুটি ভাঙার কাজ শুরু হয়। আজ শনিবার দুপুরের মধ্যেই কাজ অনেকটা এগিয়ে যায়। মার্কেট দুটি ভাঙতে দেখে বাজারের ব্যবসায়ীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

    উল্লেখ্য, বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মেয়র আব্বাস আলী গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন। পুলিশ তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে। পর পর দু’বার নৌকা নির্বাচিত এই মেয়র এলাকায় ছিলেন অত্যন্ত প্রতাপশালী। তবে ম্যুরাল ইস্যুতে সমালোচনায় পড়লে আওয়ামী লীগের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০