- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ ডিসেম্বর ২০২১ | ৩:১১ অপরাহ্ণ
ইউটিউব মিউজিক, গুগল প্লে বুকস এবং গুগল ফটোজের জন্য নতুন উইজেটসহ শিগগিরই অ্যান্ড্রয়েডে বেশকিছু নতুন ফিচার যুক্ত হতে যাচ্ছে। এছাড়া নতুন অ্যান্ড্রয়েড অটো ফিচার, গুগল অ্যাসিস্ট্যান্ট ও গুগল ফটোর জন্য নতুন আপডেট আসছে। বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এক ব্লগ পোস্টে এসব তথ্য জানিয়েছে।
এবারের অ্যান্ড্রয়েড আপডেটের ফলে পিক্সেল ৬, পিক্সেল ৬ প্রো এবং স্যামসাং গ্যালাক্সি এস২১ ব্যবহাকারীরা ফোনগুলো নির্দিষ্ট কিছু দেশে বিএমডব্লিউ গাড়ির চাবি হিসেবে ব্যবহার করা যাবে। গুগল চলতি বছরের মে মাসে ঘোষণা দিয়েছিল, অ্যান্ড্রয়েড-১২’তে এই ফিচার গাড়ির চাবি হিসেবে কাজ করবে।
গুগল সম্প্রতি ঘোষণা করেছে, নতুন ফিচারটি বিএমডব্লিউ’র ২০২০ ও ২০২২ মডেলের গাড়িতে থাকবে। এছাড়া শিগগিরই অন্যান্য যে নতুন অ্যান্ড্রয়েড অটো ফিচারগুলো আসছে, সেগুলোর মধ্যে একটি হলো গাড়িবান্ধব ইন্টারফেস।
আগামী সপ্তাহে একটি নতুন ফটো উইজেট চালু করছে গুগল, যেখানে লাইব্রেরি থেকে নির্বাচিত ব্যক্তি এবং পোষা প্রাণীর ছবি বিশেষভাবে দেখার জন্য সেট করা যাবে। এছাড়া ফ্যামিলি বেল ফিচারেও আপডেট আসছে, ফলে এখন থেকে এটি মোবাইল ফোনেও কাজ করবে। ফ্যামিলি বেল মূলত অ্যালার্মের মতো একটি রিমাইন্ডার সিস্টেম।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |