• আজ মঙ্গলবার
    • ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    মুমিনুলরা ভুলে গেছেন এটা টি-টোয়েন্টি নয়, টেস্ট ক্রিকেট

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ ডিসেম্বর ২০২১ | ৪:৪৯ অপরাহ্ণ

    ঢাকা টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের ইনিংসের ১৮তম ওভারের ঘটনা। নুমান আলীর করা চতুর্থ বলটি একটু ঠেলে দিয়েই দ্রুত এক রান নিতে ছোটেন সাকিব আল হাসান। অপর প্রান্ত থেকে নাজমুল হোসেন শান্তও দৌঁড় দেন। দেখে মনে হবে, কোনো টি-টোয়েন্টি ম্যাচ চলছে। যেখানে ওভার কম আর দ্রুত রান তুলতে হবে। তাই ব্যাটাররা ঝুঁকি নিয়ে সিঙ্গেল বের করছেন! যদিও টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশি ব্যাটারদের মাঝে এমন আগ্রাসন খুব কমই দেখা যায়।

    এর দুই ওভার আগে নাজমুল হোসেন শান্তকে দেখা যায় ডাউন দ্য উইকেটে এসে মারতে! সাজিদ খানের করা ২১তম ওভারে একই কাজ করেন সাকিব আল হাসান। আর বাংলাদেশের ইনিংসের শুরুতে আরেকটি দৃষ্টিকটু কাণ্ড ঘটান অধিনায়ক মুমিনুল হক। সেই ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নেওয়া। সাজিদের বল অফ সাইডে ঠেলে দিয়েই ছুট লাগান মুমিনুল। পয়েন্টের ফিল্ডার হাসান বল ধরে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দেন। ১ রান করে ফিরেন বাংলাদেশ অধিনায়ক!

    যখন সামনে ফলোঅনের শংকা আছে, কমপক্ষে ১০১ রান না করলে মান থাকবে না, সেখানে কীভাবে মুমিনুল-সাকিবদের মতো অভিজ্ঞ ব্যাটাররা টি-টোয়েন্টি স্টাইলে খেলেন কী করে! ২০ ওভারের ক্রিকেটে তাদের ব্যাটে তো এমন আগ্রাসন দেখা যায় না। এতবার ডাউন দ্য উইকেটে এসে খেলা কিংবা ঝুঁকি নিয়ে প্রান্ত বদল করে রানের চাকা সচল রাখতেও খুব একটা দেখা যায় না। টেস্ট ক্রিকেট খেলতে নামলেই তারা কেন যেন টি-টোয়েন্টির ব্যাটার হয়ে যান!

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১