• আজ শুক্রবার
    • ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    আজকে আমরা সবাই মনুষ্যত্ব হারিয়ে ফেলছি : শামীম ওসমান

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ ডিসেম্বর ২০২১ | ৮:০৪ অপরাহ্ণ

    সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, ‘রাজনীতিতে ঝগড়া-বিবাদ, মান-অভিমান থাকতে পারে। এটা সারা পৃথিবীতেই আছে। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিকভাবে মা-বোনদের নিয়ে কথা বলা এবং মৃত মানুষকে অসম্মান করা, তারা আর যা হোক রাজনীতিবিদ না। আজকে আমরা সবাই মনুষ্যত্ব হারিয়ে ফেলছি এবং অনেকেই ভাবছে ক্ষমতা চিরস্থায়ী। কিন্তু কোনও কিছুই চিরস্থায়ী না।’

    আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর আলী হোসেন আলার স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    ডা. মুরাদের বিষয়ে এই সংসদ সদস্য বলেন, ‘ইদানীং কিছু ঘটনা ঘটলো, তাতে আমার লজ্জা লাগে। আমি বাসায় গিয়ে আমার মেয়ের দিকে তাকাতে পারি না। কারণ, যে কাজটা করেছে সে আমার দলের প্রতিমন্ত্রী। এটা আগে দেখি নাই, শুনি নাই এবং বুঝিও নাই।’

    তিনি বলেন, ‘কেউ মানুষের জন্য আবার কেউ নিজের জন্য রাজনীতি করে। যারা মানুষের জন্য রাজনীতি করে তারা একটি মহৎ কাজ করে। তারা যে দল করুক না কেন, আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টি বা হেফাজত করুক। যে দলেরই হোক না কেন সে মানুষের জন্য করে। আবার কারও পদ-পদবি নাই এমন লোকও মানুষের জন্য কাজ করে। যারা নিজের জন্য রাজনীতি করে তারা বিভিন্ন সময় রঙ বদলায়। তারা একেক সময় একেক চরিত্র ধারণ করে। আমার মনে হয় এটা সবচেয়ে ঘৃণ্য কাজ।’

    শামীম ওসমান বলেন, ‘অনেকেই দেখতেছি অহংকার-দম্ভ দেখাচ্ছেন। ছোট ছোট জায়গায় বসে বড় বড় কথা বলছেন। বেশি দিন টিকবেন না। আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, তাই ধৈর্য ধরে আছি। বয়স হয়ে গেছে। প্রতিদিন ভাবি আজকেই আমার শেষ দিন, আজকের রাতটা শেষ রাত। তাই যে কয়দিন বেঁচে আছি কোনও দম্ভ বুঝি না, শেষটা দেখি। অন্তত ভালো না করতে পারি মাঝখান দিয়ে খারাপ যাতে না হই। চেষ্টা করছি ভালো কাজগুলো করার। মা-বাবার দোয়ায়, জননেত্রী শেখ হাসিনার উছিলায় যেসব কাজ আছে তা শেষ করার।’

    প্রয়াত কাউন্সিলর আলী হোসেন আলার স্মরণে তিনি বলেন, ‘আমার কাছে অবাক লাগছে, আমি কেন এ জায়গায় দাঁড়িয়ে আলার জন্যে শোক প্রকাশ করছি? ও কেন চলে গেলো? হয়তো ওর সময় এতটুকু ছিল। কোনও অহংকার ছিল না ওর মাঝে। এখন ওর জন্যে আমাদের দোয়া করা ছাড়া কিছু করার নেই। ওর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করেন। খুব কষ্ট লাগে আমার, কাছের মানুষ চলে যাওয়ার পর সবাই ভুলে যায়, এত স্বার্থপর কেন আমরা! এত স্বার্থপর হয়ে যাচ্ছি যে আলার সন্তানরা ভাবছে তারা অসহায়। বাচ্চারা কেন ভাববে তারা অসহায়? মনে রাখবেন, যে অন্যকে মনে রাখে না আগামীকাল তাকেও কেউ মনে রাখবে না। এটাই দুনিয়ার নিয়ম। ওর স্ত্রী সন্তান যারা আছে তারা যেন অসহায় না ভাবে। সবাই ওদের মাথায় হাত রাখবেন।’

    এ সময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি প্রমুখ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১