• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    নেদারল্যান্ডের বিপক্ষে কাতারকে ‘হোম ভেন্যু’ বানালো আফগানিস্তান

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ ডিসেম্বর ২০২১ | ৮:৩২ অপরাহ্ণ

    আফগানিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কোনো সুযোগ নেই। আর সেই কারণেই আফগানিস্তান ক্রিকেট দলকে কখনও ভারতের দেরাদুন, আবার কখনও আরব আমিরাতকে নিজেদের হোম ভেন্যু বানিয়ে আন্তর্জাতিক সিরিজ খেলতে হয়।

    তবে এবার ভারত বা আরব আমিরাত নয়, কাতারে চলে যাচ্ছেন রশিদ খান, মোহাম্মদ নবিরা। নতুন বছরের প্রথম মাসে নেদারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে কাতারের দোহায়।

    এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আগামী ২১ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচের সিরিজ। পরের দুই ম্যাচ ২৩ ও ২৫ জানুয়ারি। সিরিজের তিনটি ম্যাচই হবে কাতারের দোহার এশিয়ান টাউন ক্রিকেট স্টেডিয়ামে।’
    বিশ্বকাপ সুপার লিগে নিজেদের প্রথম সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছিল আফগানিস্তান, পেয়েছিল পূর্ণ ৩০ পয়েন্ট। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় সিরিজের তিন ম্যাচ খেলবে তারা। এরপর তাদের সিরিজ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। এছাড়া অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক হিসেবে দুইটি সিরিজ খেলবে তারা। এরপর ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় খেলবে বিশ্বকাপ সুপার লিগের তিনটি অ্যাওয়ে সিরিজ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০