• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    ইউনাইটেড হাসপাতালে ভর্তি কাজী হায়াৎ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ ডিসেম্বর ২০২১ | ৮:৪৬ অপরাহ্ণ

    অসুস্থ হয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। আজ (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে নেওয়া হয়।

    বিষয়টি নিশ্চিত করে কাজী হায়াৎ নিজেই জানিয়েছেন, তিনি হৃদ সমস্যায় ভুগছেন। নির্মাতা বলেন, ‘আমার ইসিজি করা হয়েছে। এখনও রিপোর্ট হাতে পাইনি। বেশ অসুস্থ অনুভব করছি।’

    এদিকে, বাবা কাজী হায়াতের জন্য দোয়া চেয়েছেন তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। তিনি বলেন, ‘আমার বাবা অষ্টমবারের মতো এনজিওগ্রাম করতে হাসপাতালে। তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন। তার শরীরে এখন পর্যন্ত ৮টি রিং পরানো রয়েছে। সম্ভবত আবারও ব্লক হয়েছে আব্বুর। দেশবাসীর কাছে অনুরোধ, প্রতিবারের মতো এবারও যেন সবাই আব্বুর পাশে থাকেন। যাতে তিনি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমার আব্বুকে আপনাদের দোয়াতে মনে রাখবেন।’

    এর আগে, চলতি বছরের মার্চে করোনাভাইরাসে আক্রান্ত হলে আইসিইউতে রাখতে হয়েছিল বর্ষীয়ান নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎকে। তখন ১৩ দিন হাসপাতালে কঠিন সময় পার করার পর করোনা নেগেটিভ হয়ে বাসায় ফেরেন তিনি। এছাড়াও বছর খানেক আগে যুক্তরাষ্ট্রে তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১