- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ ডিসেম্বর ২০২১ | ৪:১১ অপরাহ্ণ
নাইজেরিয়ার একটি মসজিদে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলি চালিয়ে ১৬ মুসল্লিকে হত্যা করা হয়েছে। দেশটির নাইজার প্রদেশের বা’য়ারে গ্রামের একটি মসজিদে এ হামলা চালানো হয়। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ওই দিন ফজরের নামাজের সময় মুসল্লিদের ওপর হঠাৎ গুলি চালানো শুরু করে হামলাকারীরা। হামলার সময় এক পথিক এগিয়ে আসলে তাকেও গুলি করে হত্যা করে মোটরসাইকেলে আসা হামলাকারীরা।
নাইজার প্রদেশের সরকারি কর্মকর্তা আহমেদ ইব্রাহিম মাতানে জানিয়েছেন, গত বুধবার ভোরের নামাজের সময় মুসল্লিদের ওপর গুলি চালানো শুরু করে হামলাকারীরা। ওই হত্যাকাণ্ডের পর স্থানীয় বাসিন্দাদের অনেকেই দুর্গম এলাকায় পালিয়েছেন।
উল্লেখ্য, নাইজেরিয়ার এই অঞ্চলে প্রায় অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই সপ্তাহের শুরুতে নাইজার প্রদেশে এক বাসে আগুন দিয়ে ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা করে বন্দুকধারীরা।