- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ ডিসেম্বর ২০২১ | ৪:৫৯ অপরাহ্ণ
৩২৬ দিনের অপেক্ষা শেষ হলো নাথান লায়নের। ৩৯৯ উইকেট নিয়ে সেই যে অপেক্ষায় ছিলেন, দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ পেরিয়ে গেলেও ৪০০ উইকেটের মাইলফলক আর ছোঁয়া হচ্ছিল না। অবশেষে অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে এসে সফল হলেন। তার কীর্তি গড়া বোলিংয়ে ইংল্যান্ডকে দ্রুত অলআউট করে অস্ট্রেলিয়া পেয়েছে সহজ জয়। ৯ উইকেটে গ্যাবা টেস্ট জিতে অ্যাশেজ অভিযান শুরু করেছে স্বাগতিকরা।
আজ (শনিবার) গ্যাবা টেস্টের চতুর্থ দিনে লায়নের ঘূর্ণিতে কুপোকাত হয়েছে ইংল্যান্ড। ২ উইকেটে ২২০ রান নিয়ে দিন শুরু করে সফরকারীরা ২৯৭ রান তুলতেই অলআউট। তাতে অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য ঠিক হয় মাত্র ২০ রানের। সহজ এই টার্গেট ১ উইকেট হারিয়ে টপকে যায় অস্ট্রেলিয়া। ফলে অ্যাশেজ মহারণে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে প্যাট কামিন্সরা।
লায়নকে নিয়ে সমালোচনা শুরু হয়েছিল গ্যাবার প্রথম ইনিংস থেকে। দীর্ঘদিন উইকেটশূন্য থাকা এই স্পিনার অ্যাশেজের প্রথম ইনিংসেও পাননি কোনও সাফল্য। তবে চতুর্থ দিনে এসে জাদু দেখালেন তিনি। ইংল্যান্ডের দাঁড়িয়ে যাওয়া জুটি ভাঙেন তিনি। ডেভিড মালানকে বিদায় করে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৪০০তম উইকেট। মালান ৮২ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। সঙ্গী হারিয়ে জো রুটও বেশিক্ষণ টিকতে পারেননি। ক্যামেরন গ্রিনের বলে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে ধরা পড়েন ইংলিশ অধিনায়ক। তিনি করেন ৮৯ রান, ১৬৫ বলের ইনিংসটি সাজান ১০ বাউন্ডারিতে।
তার বিদায়ের পর ব্যর্থতার খাতায় নাম তোলেন বেন স্টোকস (১৪), ওলি পোপ (৪), জস বাটলার (২৩) ও ক্রিস ওকস (১৬)। ফলে ২৯৭ রান তুলতেই দ্বিতীয় ইনিংস শেষ ইংল্যান্ডের।
লায়ন ৩৪ ওভারে ৯১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট শিকার গ্রিন ও কামিন্সের। আর একটি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।
ইংলিশদের দ্রুত অলআউট করে মাত্র ২০ রানের লক্ষ্য পায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার চোট পাওয়ায় মার্কাস হ্যারিসের সঙ্গে ইনিংস শুরু করেন উইকেটকিপার ক্যারি। তিনি ৯ রান করে ওলি রবিনসনের বলে আউট হলেও হ্যারিস দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ১০ বলে তিনি অপরাজিত ছিলেন ৯ রানে। তিন নম্বরে নামা মার্নাস লাবুশেনকে কোনও বল খেলতে হয়নি।
দুই ইনিংসেই অস্ট্রেলিয়ার বোলাররা দুর্দান্ত বোলিং করলেও দাপুটে জয়ে ম্যাচসেরা হয়েছেন মিডল অর্ডার ব্যাটার ট্রাভিস হেড। প্রথম ইনিংসে ১৫২ রানের অসাধারণ ইনিংস খেলার পুরস্কার জিতেছেন তিনি।