• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    সাড়া ফেলেছে ফারহানের ‌‌‌‍নাটক পাগল তোর জন্যে

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ ডিসেম্বর ২০২১ | ৫:২০ অপরাহ্ণ

    শহরের ছোট-বড় সড়কে প্রায়ই চোখে পড়ে ভাড়ায় চালিত লেগুনা। কিন্তু আমরা কয়জনই বা জানি এই লেগুনা ড্রাইভারদের জীবন গল্প। সম্প্রতি লেগুনা ড্রাইভারের জীবন গল্প নিয়ে হাজির হয়েছেন মাহমুদ মাহিন। তার পরিচালনায় ‘পাগল তোর জন্য’ নাটকে একজন লেগুনা ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা মুশফিক আর ফারহান। তার সঙ্গে গার্মেন্টস কর্মীর চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।

    ঘটনাচক্রে জমে ওঠে লেগুনা ড্রাইভার ও গার্মেন্টসকর্মীর প্রেমকাহিনী। কিন্তু এর মাঝেই ঘটে অন্যরকম ঘটনা। নিরেট প্রেমের সেই ঘটনার শেষটা হৃদয়স্পর্শী!

    ৮ ডিসেম্বর প্রকাশিত এ নাটকটি প্রচারের পর দর্শকের বেশ প্রশংসা পাচ্ছে। সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউবে উন্মুক্ত হওয়া নাটকটি দু’দিনে প্রায় ২০ লাখ দর্শক দেখেছেন। শুধু বাংলাদেশ নয় নাটকটি কলকাতার দর্শকের প্রশংসাও পেয়েছে।
    তাছাড়া আভরাল সাহিরের চমৎকার মিউজিকে এর গানটিও দর্শক পছন্দ করেছেন। গানটি লিখেছেন আলম শুভ, কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের জি বাংলার সারেগামা’র শিল্পী রাহুল দত্ত ও খেয়া।

    ‘পাগল তোর জন্য’ নাটক থেকে অন্যরকম সাড়া পাচ্ছেন ফারহান। এ ব্যাপারে ফারহান বলেন, এই নাটকের জন্য আমি নিজেকে নতুনভাবে তৈরি করেছি। চরিত্রের সাথে নিজেকে মানিয়ে নিতে শুটিং এর বাইরেও আমি একা একা বিভিন্ন জায়গায় গিয়েছি যেখানে লেগুনা ড্রাইভাররা থাকে। লেগুনা চালানো সহজ কাজ নয়। শুটিংয়ে আগে কয়েকদিন অনুশীলন করেছি। অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে কাজটি করে দর্শকদের ভালো সাড়া পাচ্ছি। এখন মনে হচ্ছে পরিশ্রম সার্থক। এ ধরনের চরিত্র করতে পেরে আমি সত্যি দারুণ তৃপ্তি খুঁজে পেয়েছি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১