- আজ শুক্রবার
- ২রা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৬ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৫ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২১ | ২:৫৩ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের কাছে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।
গুরুতর আহত একজনকে হেলিকপ্টারযোগে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে বলে জানা গেছে।
হ্যারিস কাউন্টির শেরিফ এড গঞ্জালেজ জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ওই ঘটনা ঘটে। সে সময় ৫০ জনের মতো মানুষ একটি অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন। হিউস্টন থেকে প্রায় ২৫ মাইল পশ্চিমের বেটাউনে ওই ঘটনা ঘটে।
লোকজন ওই অনুষ্ঠানে বেলুন আকাশে উড়ানোর সময় একটি গাড়িতে করে এক হামলাকারী আসেন। এরপরেই ওই ব্যক্তি ভিড়ের মধ্যে গুলি চালাতে শুরু করেন।
এড গঞ্জালেজ বলেন, এটা কোনো সন্ত্রাসী হামলা কিনা প্রাথমিকভাবে তা খতিয়ে দেখা হচ্ছে।