• আজ বুধবার
    • ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    হবিগঞ্জে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাস সংঘর্ষ, আহত ২০

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২১ | ৩:১৪ অপরাহ্ণ

    হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী বাস বিদ্যুতের খুঁটিতে আটকে ২০ জন আহত হয়েছেন।

    আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-সিলেট পুরনো মহাসড়কের কামাইছড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    আহতদের উদ্ধার করে বাহুবল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাস ও ট্রাকচালককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাসটি কামাইছড়া নামক স্থানে পৌঁছালে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে আটকা পড়ে।

    এ ঘটনায় প্রায় ২০ নারী-পুরুষ আহত হয়েছেন।

    মিরপুর প্রেসক্লাব সভাপতি সমুজ আলী রানা বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০