- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২১ | ৩:২৫ অপরাহ্ণ
আইসিসির প্রাক্তন প্রধান অর্থ কর্মকর্তা ফয়সাল হাসনাইনকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব দেওয়া হলো। আগামী তিন বছরের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে তাকে। চুক্তি শেষ হওয়ার চার মাস আগেই পদত্যাগ করা ওয়াসিম খানের শূন্যস্থান পূরণ করবেন তিনি।
এ ব্যাপারে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেছেন, ‘পিসিবির প্রধান নির্বাহী হিসেবে ফয়সাল হাসনাইনের নিয়োগ আনন্দের সঙ্গে আমি নিশ্চিত করছি এবং পাকিস্তান ক্রিকেট পরিবারে তাকে স্বাগত জানাচ্ছি।’
উল্লেখ্য, সেপ্টেম্বরে রমিজ চেয়ারম্যান হওয়ার পর থেকে পাকিস্তানের ক্রিকেটে এটাই প্রথম বড় নিয়োগ। তিনি আসার পর প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস পদত্যাগ করেন। কমার্শিয়াল ডিরেক্টর বাবর হামিদ বরখাস্ত হন। তারপর ওয়াসিমও চলে যান।