• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ ডিসেম্বর ২০২১ | ১:০৪ অপরাহ্ণ

    শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র নেতারা। পরে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা।

    এর আগে আওয়ামী লীগ নেতারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

    এসময় উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুব-উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, আফজাল হোসেন, আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, দেলোয়ার হোসেন, বিপ্লব বড়ুয়া এবং সুজিত রায় নন্দী প্রমুখ।

    শ্রদ্ধা নিবেদন শেষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘দেশের বিরুদ্ধে চলা দেশীয় ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে।‘ শহীদ বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত পলাতকদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলেও জানান তিনি।

    তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক অপশক্তি এই এগিয়ে চলা বাধাগ্রস্ত করতে চাই। বিভিন্ন ভাবে ষড়যন্ত্র হচ্ছে। তবে, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। এই লড়াই চলতে থাকবে।

    নানক বলেন, বুদ্ধিজীবী হত্যার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতে সামগ্রিকভাবে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে, বিভিন্ন দেশ এই খুনিদের ফেরত দিতে যাচ্ছে না। শেখ হাসিনার নেতৃত্বে এসব খুনিদের দেশের ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০