- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ ডিসেম্বর ২০২১ | ১:৫৩ অপরাহ্ণ
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দু’জনের বিরুদ্ধে বরিশালের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলাটি খারিজ করে দেন।
বরিশাল সাইবার ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইশতাক আহমেদ রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দায়ের করা অভিযোগটি আমলে নিয়েছিলেন আদালত। আদেশের জন্য নির্ধারিত দিন আজ মঙ্গলবার বিচারক মামলাটি খারিজ করে দেন।
এর আগে সোমবার জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ এনে সাইবার ট্রাইব্যুনালের মামলাটি দায়ের করে ছিলেন বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এতে আসামি করা হয়েছিল সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালকে।