- আজ সোমবার
- ১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ ডিসেম্বর ২০২১ | ৬:৩৩ অপরাহ্ণ
সার্বিয়া সীমান্তবর্তী হাঙ্গেরিতে অভিবাসী বহনকারী একটি গাড়ি এক বাড়িতে ধাক্কা দিলে সাত জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও চার অভিবাসী। ১৩ ডিসেম্বর রাতে হাঙ্গেরির দক্ষিণাঞ্চলীয় গ্রাম মোরাহালোমে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গাড়িটির চালক পুলিশ চেক পোস্টে থামতে অস্বীকৃতি জানিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।
সার্বিয়ান লাইসেন্স প্লেট থাকা গাড়িটি দশ জন অভিবাসী ছিলেন। দ্রুত পালাতে গিয়ে গাড়িটি একটি বাড়িতে ধাক্কা দিয়ে উল্টে পড়ে।
পুলিশ জানিয়েছে, আহত অবস্থায় গাড়িটির চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মানব পাচার এবং প্রাণঘাতী দুর্ঘটনা ঘটানোর অভিযোগে আইনি প্রক্রিয়া শুরু করা হবে।
হাঙ্গেরি হয়ে কথিত বলকান রুট ব্যবহার করে অভিবাসী ও শরণার্থীরা সংঘাত, দারিদ্র এবং নিপীড়ন থেকে পালিয়ে সম্পদশালী ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে প্রবেশের চেষ্টা করে থাকে।
গত আগস্টে সীমান্ত বিষয়ক সংস্থা ফ্রন্টেক্স জানায় পশ্চিম বলকান দিয়ে এই বছর অবৈধভাবে ইইউ-তে প্রবেশ করা অভিবাসীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে। এদের বেশিরভাগই সিরিয়া ও আফগানিস্তান থেকে গেছে।