• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    আরও ২০ মসজিদ বন্ধ করল ফ্রান্স সরকার

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ ডিসেম্বর ২০২১ | ৫:৪৫ অপরাহ্ণ

    চরমপন্থা ছড়ানোর ভুয়া অভিযোগ তুলে আরও ২০টি মসজিদ বন্ধ করে দিয়েছে ফ্রান্স সরকার। এর মধ্য দিয়ে দেশটির সরকার আবারও ইসলামবিরোধী যুদ্ধংদেহী মনোভাব পরিষ্কার করলো।

    ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর জেরাল্ড ডারমানিন গত রবিবার দেশটির এলসিআই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ঘোষণা দেন যে, দেশের আরও ২০টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে, এসব মসজিদ চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত ছিল। এসব ব্যবস্থা নেওয়া হয়েছে কথিত বিচ্ছিন্নতাবাদী আইনের ওপর ভিত্তি করে।

    তিনি জানান, ৩৬টি মসজিদ খোলা রয়েছে কারণ এ সমস্ত মসজিদ ফ্রান্সের এই আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজকর্ম করছে না। তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া মসজিদগুলোকে বাইরের তহবিল গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং একটি মসজিদের ইমামকে সন্দেহজনক চরমপন্থার সঙ্গে জড়িত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে।
    সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগামীতে মসজিদগুলোর বিরুদ্ধে ফরাসি সরকারের অভিযান অব্যাহত থাকবে।

    উল্লেখ্য, ফরাসি সরকারের পরিসংখ্যান অনুসারে দেশটিতে মুসলমানের সংখ্যা ৬০ লাখের মতো। পশ্চিম ইউরোপের যেকোনো দেশের তুলনায় ফ্রান্সে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০