• আজ রবিবার
    • ২১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৪ঠা মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩রা জিলকদ ১৪৪৬ হিজরি

    মাঠে দর্শক বাড়াতে ওয়ানডে সিরিজে ফ্রি টিকিট দেবে পাকিস্তান

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ ডিসেম্বর ২০২১ | ৭:৫২ অপরাহ্ণ

    মাঠে দর্শকদের উপস্থিতি কম। তাই আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ফ্রি টিকিট দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা। ওয়ানডে সিরিজটি থেকে শুরু হবে আগামী শনিবার (১৮ ডিসেম্বর)।

    মাঠের ক্রিকেটে বাবর-রিজওয়ানদের উদ্ভাসিত পারফরম্যান্সের কারণে পিসিবির প্রত্যাশা ছিল ঘরের মাঠে উপচেপড়া দর্শক সমর্থন পাবে। কিন্তু হয়েছে উল্টোটা। করাচিতে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে এক প্রকার খালি গ্যালারিতেই খেলতে হয়েছে পাকিস্তানকে। যা নিয়ে চিন্তিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা।

    এই সমস্যা সমাধানে জরুরি ভার্চুয়াল বৈঠক ডেকেছিল পিসিবি। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে ও বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ফ্রি টিকিট দেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছেন পিসিবির কর্মকর্তারা। আগামী শনিবার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের ক্রীড়াপ্রেমীদের আপলোড করা বিভিন্ন ভিডিও থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রথম দুই টি-টোয়েন্টি দর্শক কম থাকার অন্যতম একটি কারণ ছিল, মাঠে ঢোকার ক্ষেত্রে অতিরিক্ত কড়াকড়ি এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া। যা নিয়ে রীতিমতো ক্ষুদ্ধ দর্শকরা।

    একটি ভিডিওতে দেখা গেছে, মাঠে ঢোকার জন্য তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন দর্শকরা। ততক্ষণে মাঠের ভেতরে শুরু হয়ে গিয়েছিল খেলা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম-শহিদ আফ্রিদিরাও।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১