- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ ডিসেম্বর ২০২১ | ২:৩৩ অপরাহ্ণ
বরিশালে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের ৫০ বছর উদযাপিত হয়েছে। মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বিভিন্ন স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ, বিজয় র্যালি, কুচকাওয়াজ এবং আলোচনাসভা সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বিজয়ের প্রথম প্রহরে বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নগরীর ওয়াপদা কলোনীর টর্চার সেলের স্মৃতি-৭১ স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় সিটি করপোরেশনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার এবং পুলিশ সুপার মো. মারুফ হোসেনসহ অন্যান্যরা। সকাল সাড়ে ১১টায় নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিতে সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ নেতাকর্মীরা। সকাল সাড়ে ৯টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর ও জেলা বিএনপি নেতারা।
সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডে বিজয় র্যালি করে বিএনপি। এছাড়াও সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর এবং
এর আগে সকাল ৯টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যাগে বিজয়রে ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে শরীর চর্চা প্রদর্শনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় সালাম ও অভিভাবদ গ্রহন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।
বরিশাল শেখ হাসিনা সেনা নিবাস এবং বরিশাল বিশ্ববিদ্যালয়েরও নানা আয়োজনে বিজয় দিবস পালিত হচ্ছে। দিনভর সরকারি বেসরকারি বিভিন্ন আয়োজনে বিজয়ের ৫০ বছর উদযাপিত হচ্ছে বরিশালে।