• আজ বুধবার
    • ৩১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই জিলকদ ১৪৪৬ হিজরি

    দুবাইফেরত বিমানের সিটের নিচে মিললো ৮৬ স্বর্ণের বার

    গাজীপুর টিভি ডেস্ক | ১৮ ডিসেম্বর ২০২১ | ১২:২১ অপরাহ্ণ

    দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তল্লাশি করে আনুমানিক ১০ কেজি ওজনের ৮৬টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

    আজ শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বিমানটির সিটের নিচ থেকে এসব স্বর্ণ জব্দ করেন কাস্টমস গোয়েন্দারা।

    বিমানবন্দর ও কাস্টমস সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮ শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানটি তল্লাশি করেন কাস্টম গোয়েন্দারা। একপর্যায়ে বিমানের সিটের নিচে এসব স্বর্ণের বার পাওয়া যায়।

    বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, জব্দ করা স্বর্ণের বার কাস্টমস কর্মকর্তাদের নিকট রয়েছে। তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১