- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৮ ডিসেম্বর ২০২১ | ৬:৪৫ অপরাহ্ণ
পরিবারের অমতে বিয়ে করায় লাখ টাকা চুক্তিতে শরিফুল ইসলাম (২০) নামের এক অটোচালককে হত্যা করেছে স্ত্রীর স্বজনরা। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ শনিবার (১৮ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, ভাড়ায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন শরিফুল ইসলাম। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখড়িয়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শরিফুল। ওইদিন বিকেলে বনখড়িয়া বাজার থেকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বিপসট গেটে চালকহীন অটোরিকশাটি দেখতে পান স্থানীয়রা। পরে অটোরিকশার পেছনে থাকা মোবাইল নম্বরে ফোন করে বিষয়টি মালিককে জানান এক ব্যক্তি।
পরদিন অটোরিকশা উদ্ধারের স্থানের সামান্য দূরে গজারি বনের ভেতর থেকে শরিফুল ইসলামের গলাকাটা মরদেহ দেখতে পান স্বজনরা। ওইদিনই শ্রীপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন নিহত অটোচালকের বড় ভাই সেকান্দার।
মামলার পর পুলিশ, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেন। সপ্তাহ খানেকের মধ্যে ক্লুহীন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে পিবিআই।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |