• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    আফগানিস্তান ইস্যুতে ৫৭ দেশের প্রতিনিধিদের নিয়ে শুরু হয়েছে ওআইসি সম্মেলন

    গাজীপুর টিভি ডেস্ক | ১৯ ডিসেম্বর ২০২১ | ৫:১৮ অপরাহ্ণ

    আফগানিস্তানের অর্থনৈতিক মন্দার পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। তিনি বলেন, আমরা দেশটির অর্থনেতিক মন্দার বিপদ এড়িয়ে যেতে পারি না।

    আফগানিস্তান ইস্যুতে ৫৭ দেশের প্রতিনিধিদের নিয়ে শুরু হয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সম্মেলন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিশেষ বৈঠকে মিলিত হয়েছেন তারা।

    পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তালেবানের পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধি অংশ নিয়েছে ওআইসি সম্মেলনে।

    আফগান বিপর্যয় উত্তরণে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় বৈঠক থেকে সাহায্যের ঘোষণা আসতে পারে। আফগানিস্তানকে সাহায্যে ওআইসিকে ছয় দফা পরিকল্পনা বিবেচনা করতে বলা হচ্ছে বলে জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক থেকে আফগানিস্তান নিয়ে গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত আসতে পারে।

    বিদেশি সহায়তার ওপর নির্ভর করে চলা আফগানিস্তানের ৩ কোটি ৮০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে আসছে, শীতে আফগানদের পরিস্থিতি আরও অবনতি হবে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০