- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ ডিসেম্বর ২০২১ | ১:০২ অপরাহ্ণ
বাগেরহাটের রামপালে আওয়ামী লীগ কর্মী ফিরোজ শেখ হত্যা মামলার পলাতক পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৯ ডিসেম্বর) রাতে রামপালের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে র্যাব-৬।
গ্রেফতারকৃতরা হলো—বজলু শেখ (২৫), ইমরান শেখ (২২), এনাম শেখ (৪২), সুমন শেখ (২১) ও সাগর গাজী (২২)।
র্যাব-৬ এর মেজর এম. রিফাত-বিন-আসাদ জানান, হত্যাকাণ্ডের পর থেকে অপরাধীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান বাড়ানো হয়। গতরাতে র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি বিশেষ আভিযানিক দল রামপাল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর রামপাল থানার শ্রীকলস গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী ফিরোজ শেখকে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।