• আজ বুধবার
    • ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১১ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    কোনাবাড়িতে পান খাইয়ে ভক্তকে ধর্ষণ ভণ্ড পীরের

    গাজীপুর টিভি ডেস্ক | ২২ ডিসেম্বর ২০২১ | ৮:১৯ অপরাহ্ণ

    গ্রেফতার সাগর আলী। তিনি অভিযুক্ত ভণ্ড পীরের সহযোগী এবং ওই নারীর নন্দাই (ননদের স্বামী)

    গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে এক ভক্তকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভণ্ড পীরের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (২২ ডিসেম্বর) সাগর আলী (৪৫) নামের পীরের এক সহযোগীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

    গ্রেফতার সাগর আলী গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ মিতালী ক্লাব উত্তরপাড়া এলাকার মৃত মেহের আলীর ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) অঞ্চল ৭-এর আমবাগ অফিসের নৈশপ্রহরী হিসেবে কর্মরত।

    এ ঘটনায় মাসুদ মিয়া (৫০) নামের ওই ভণ্ড পীর পলাতক। তিনি টাঙ্গাইলের মির্জাপুর থানার সাফর্তা গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ, মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী (৩৪) বাসাবাড়িতে কাজ করেন। তার দুই সন্তান রয়েছে। প্রায় চার বছর ধরে তার নন্দাই সাগর আলী ওই পীরের মুরিদ। তার সুবাদে তিনিও ভণ্ড পীর মাসুদের ভক্ত ছিলেন। মাসুদ মাঝেমধ্যেই সাগর আলীর বাসায় আসা-যাওয়া করতেন এবং বিভিন্ন নীতিকথা শোনাতেন।

    গত রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পীর আসছে বলে সাগর আলী ওই নারীকে তার বাসায় আসতে বলেন। নন্দাইয়ের কথামতো তিনি তার স্বামী ও দুই সন্তানকে বাসায় রেখে ওই বাসায় যান। এসময় আগের মতোই ভণ্ড পীর মাসুদ হাদিসের বাণীসহ দিক-নির্দেশনামূলক কথাবার্তা শোনান। রাত ১১টার দিকে নন্দাই তাকে একটি পান খেতে দেন।

    পান খাওয়ার পরে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়েন ওই নারী। পরে সাগর মিতালী ক্লাব এলাকায় তার (ভুক্তভোগী নারী) নিজ বাড়িতে চৌকিতে নিয়ে শুইয়ে রাখেন নন্দাই। কিছুক্ষণ পর ভণ্ড পীর মাসুদ গিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। একপর্যায়ে তার স্বামী দেখে ফেলেন। স্বামীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এসময় কৌশলে মাসুদ মিয়া পালিয়ে যান।

    এ ঘটনায় বাদী বুধবার কোনাবাড়ি থানায় মামলা করেন ধর্ষণের শিকার নারীর স্বামী। পরে গতকালই মাসুদ মিয়ার সহযোগী সাগর আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১