- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ ডিসেম্বর ২০২১ | ৬:০২ অপরাহ্ণ
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২৪, ২৫ ও ২৬ ডিসেম্বর বান্দরবানের থানচি ও রোয়াংছড়িতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) জেলা প্রশাসন থেকে এ তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, আগামী ২৬ ডিসেম্বর (রবিবার) রোয়াংছড়ি ও থানচির আট ইউনিয়নে নির্বাচন হবে। এ দুটি উপজেলার মধ্যে থানচিতে নাফাখুম, বড় পাথর এবং রোয়াংছড়িতে দেবতাখুমসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। আর এসব পর্যটন কেন্দ্রে প্রতিদিন বেড়াতে আসেন শত শত পর্যটক। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এ দুই উপজেলায় তিন দিনের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি বলেন, ‘আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং নির্বাচনি সহিংসতা এড়াতে এসব পর্যটন কেন্দ্রে পর্যটকসহ সব বহিরাগতদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’