- আজ বৃহস্পতিবার
- ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৬ ডিসেম্বর ২০২১ | ২:২৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলায় ভোটকেন্দ্র থেকে টাকাসহ মহসিন ভূইয়া (৩২) নামে নৌকা প্রতীকের এক পোলিং এজেন্টকে আটক করেছে পু্লিশ।
আজ রবিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে ৩৪ হাজার টাকাসহ আটক করা হয়। পরে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইফরান উদ্দিন আহম্মেদ জানান, সকালে ভোটকেন্দ্রে বেপরোয়া আচরণ দেখে মহসিনের দেহ তল্লাশি করা হয়। পরে পকেটে নগদ ৩৪ হাজার টাকা পাওয়া যায়। টাকার উৎস জানতে চাইলে সন্তোষজনক জবাব দিতে পারেনি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জানান, মহসিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের নৌকা প্রতীকের পোলিং এজেন্ট।