• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থীর কাছে ১২ ভোটে হারলো নৌকা

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ ডিসেম্বর ২০২১ | ২:১৯ অপরাহ্ণ

    জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নে চশমা প্রতীকের কাছে ১২ ভোটে পরাজিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী। ওই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (চশমা) তোজাম্মেল হক পাঁচ হাজার ৮৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) কোরবান আলী পেয়েছেন পাঁচ হাজার ৮৮৬ ভোট। রবিবার (২৬ ডিসেম্বর) রাতে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

    বম্বু ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোল্লা শামসুল আলম (নৌকা) ছয় হাজার ৯৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান (মোটরসাইকেল) পেয়েছেন ছয় হাজার ৮১২ ভোট। চকবরকত ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. শাহজাহান আলী (নৌকা) তিন হাজার ৮৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেজবাহ উদ্দীন (আনারস) পেয়েছেন তিন হাজার ৮১৪ ভোট। মোহাম্মদাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান (নৌকা) চার হাজার ৫৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুর আলম মিলন (ঘোড়া) পেয়েছেন চার হাজার ৫১০ ভোট।

    দোগাছী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সামসুল আলম (নৌকা) ১৬ হাজার ৫৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।ভাদসা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ছরোয়ার হোসেন (নৌকা) ১৪ হাজার ৬৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আমদই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শাহানুর আলম সাবু (নৌকা) ১১ হাজার ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পুরানাপৈল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী খোরশেদ আলম (নৌকা প্রতীক) নির্বাচিত হয়েছেন সাত হাজার ৭৫৯ ভোট পেয়ে।

    এর আগে জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত হাসানুজ্জামান মিঠুকে বিজয়ী ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০