- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ ডিসেম্বর ২০২১ | ৬:১৪ অপরাহ্ণ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ধলেশ্বরী নদীতে অনুষ্ঠিত হবে নৌকাবাইচ। নারায়নগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজিত নৌকাবাইচ ধলেশ্বরী নদীর পূর্ব পাড়ে (এল.টি.টি জোন ডকইয়ার্ড ধর্মগঞ্জ হতে ডিক্রিরচর গুদারাঘাট পর্যন্ত) বেলা ২টায় অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতা উপলক্ষে সোমবার নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজকরা প্রতিযোগিতার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘নৌকা বাইচ নারায়ণগঞ্জ জেলার জনগনের মধ্যে উৎসাহ এবং বিনোদনের খোরাক যোগাবে।’
অনুষ্ঠানে প্রতিযোগিতার জার্সি উন্মোচন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। তিনি বলেছেন, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও নগদ ৩ লাখ টাকা, রানার্সআপ দল ট্রফি ও নগদ ২ লাখ টাকা এবং তৃতীয় দল ট্রফি ও নগদ ১ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে।
নৌকাবাইচে অংশ নেবে কাশীপুর ইউনিয়ন, বক্তাবলী ইউনিয়ন, ফতুল্লা ইউনিয়ন, এনায়েত নগর ইউনিয়ন, কুতুবপুর ইউনিয়ন, গোগনগর ইউনিয়ন, আলীরটেক ইউনিয়ন, নারায়ণগঞ্জ সদর এবং নারায়ণগঞ্জ জেলা।