• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    ওমিক্রনের শঙ্কায় বিধিনিষেধ কঠোর করলো ফ্রান্স

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ ডিসেম্বর ২০২১ | ১:৪০ অপরাহ্ণ

    ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ থেকে কঠোর কোভিড বিধিনিষেধের ঘোষণা দিয়েছে ফ্রান্স। আগামী ৩ জানুয়ারি থেকে সক্ষম মানুষেরা দূরে থেকে কাজ করবেন। এছাড়া কোনও ঘরোয়া আয়োজনেও ২ হাজারের বেশি মানুষের সমাগম করা যাবে না।

    গত শনিবার ফ্রান্সে এক লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়। মহামারি শুরুর পর থেকে এটাই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

    তবে প্রধানমন্ত্রী জেন ক্যাসটেক্স নববর্ষের আগে কারফিউ আরোপের সিদ্ধান্ত আটকে দেন। পরে মন্ত্রিসভার এক বৈঠকের পর নতুন পদক্ষেপের ঘোষণা দেন। সাংবাদিকদের তিনি বলেন, মনে হচ্ছে মহামারি হচ্ছে কোনও শেষ না থাকা ফিল্ম।

    স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতি দুইদিনে দ্বিগুণ হয়ে যাচ্ছে। নতুন আক্রান্তের বড় ঢেউ আসছে বলে সতর্ক করেন তিনি।

    নতুন নিয়মের আওতায় ঘরের বাইরে কোনও সমাগম পাঁচ হাজার মানুষে সীমিত রাখতে হবে। দূরপাল্লার ভ্রমণে খাওয়া এবং পান নিষিদ্ধ থাকবে।

    পরবর্তী নোটিশের আগ পর্যন্ত বন্ধ থাকবে নাইটক্লাব। ক্যাফে এবং বারগুলোতে কেবলমাত্র টেবিল সেবা দেওয়া যাবে। বাড়ি থেকে কাজ চালাতে সক্ষম কর্মীরা সপ্তাহে অন্তত তিন দিন বাড়িতে থাকবেন। শহরের কেন্দ্রগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে।

    তবে পূর্ণ লকডাউন কিংবা নববর্ষের আগে কারফিউ আরোপের ঘোষণা দেননি প্রধানমন্ত্রী জেন ক্যাসটেক্স। পরিকল্পনা মোতাবেক স্কুল খুলবে ৩ জানুয়ারি।

    সরকারি হিসেব অনুযায়ী ফ্রান্সে গড়ে প্রতিদিন ৭০ হাজারের বেশি নতুন আক্রান্ত শনাক্ত হচ্ছে। সোমবার এক হাজার ছয়শ’ জনকে হাসপাতালে ভর্তির তথ্য জানা গেছে। এনিয়ে দেশটির হাসপাতালগুলোতে মোট করোনা রোগীর সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০