- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৯ ডিসেম্বর ২০২১ | ১:১৫ অপরাহ্ণ
ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নারীসহ আরও দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে বিষখালী নদীর পৃথক দুই স্থান থেকে লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৪৬ জনের লাশ পাওয়া গেলো।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সকাল ৯টায় বিষখালী নদী থেকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এক নারীর লাশ উদ্ধার করা হয়। পরে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সাড়ে ১০টার দিকে বিষখালী নদীর নাপিতের হাট এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বুধবার সকাল পর্যন্ত ৪৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধরা সুস্থ হয়ে উঠেছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ৬১ জনের মধ্যে ৪৪ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে বাড়ি ফিরেছেন ২৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১৭ জন। তারাও সুস্থ। দুই-একদিনের মধ্যে সবাই বাড়ি ফিরবেন বলে আশা করছেন চিকিৎসকরা।